Skip to main content

Posts

Showing posts from February, 2020

মুসলিম উত্তরাধিকার আইনের নীতি

❂মুসলিম উত্তরাধিকার আইনে কোনো ব্যক্তির মৃত্যুর পরই তার সম্পত্তি উত্তরাধিকারীদের মধ্যে হস্তান্তরের প্রশ্ন আসে।তাই কারো মৃত্যুর পরই মৃতের ত্যক্ত সম্পত্তি তার ওয়ারিশদের ওপর বর্তায়। ❂❂কোনো ব্যক্তির মৃত্যুর পর যেকোনো সময় তার ওয়ারিশরা সম্পত্তির বন্টন কাজ সম্পন্ন করতে পারে। মৃতের ঋণ পরিশোধ করা পর্যন্ত ওয়ারিশদের অপেক্ষা করার দরাকার নেই। যদিও এবিষয়ে বিভিন্ন আদালতের কিছুটা দ্বিমত আছে। তবে সাধারণভাবে সম্পত্তি বন্টনে কোনো বাধা নেই। ❂❂❂এ বিষয়ে এলাহাবাদ ও কোলকাতা হাইকোর্টের মামলার রায় রয়েছে। এ দুটি আদালত অবশ্য মৃতের ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সম্পত্তি হস্তান্তরের বিপক্ষে মত দিয়েছে। মামলা রায়ে বলা হয়েছে, `দায়গ্রস্ত সম্পত্তি বন্টিত হতে পারে না।` ❂❂❂❂কিন্তু বিচারপতি মাহমুদ এলাহাবাদে একটি মামলার রায়ে অভিমত দিয়েছে, দায়গ্রস্ত সম্পত্তি বিলি-বন্টনে কোনো বাধা নেই।` মৃত ব্যক্তির ঋণ কোনো উত্তরাধিকারী পরিশোধ করলে সম্পত্তি বন্টনের সময় বিষয়টি বিবেচনা করলেই হবে। ❂❂❂❂❂মৃত ব্যক্তির সম্পত্তির জন্য কোনো ব্যবস্থাপক নিযুক্ত থাকলে মৃত ব্যক্তির পাওনাদার ক্ষেত্র বিশেষে ওই বির্বাহক বা ব্যবস্থাপকের ব...