Skip to main content

Posts

Showing posts from December, 2019

প্রতারণার মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম গ্রেফতার

 প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা পুলিশ। সাইদুল ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি বরিশাল নগরীর কলেজ রোড এলাকার মৃত আজাহার উদ্দিনের ছেলে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযানে থাকা কোতোয়ালী মডেল থানার অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) বিধান জানান, দীর্ঘ চার মাস পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে সাইদুলকে গ্রেফতার করা হয়। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এএসআই বিধান জানান, সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণা মামলা ছিল। এ ঘটনায় চার মাস আগে অ্যাডভোকেট জলিল বাদী হয়ে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। মামলায় বিচারক সাইদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অগ্রক্রয় (pre-epmtion) সম্বন্ধে আলোচনা

অগ্রক্রয় (pre-emption)ঃ কোন জোতের কোন শরীক বা সহ-শরীকগন যদি ঐ জোতে অবস্থিত তার জমির কোনো অংশ বা অংশ-বিশেষ ঐ জোতের কোনো শরিক বা সহ-শরিক ব্যতিত অপর কোনো ব্যক্তির নিকট বিক্রি করে, তবে ঐ জোতের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির অপর কোনো শরিক বা সহ-শরিক উক্ত সম্পত্তির বিক্রয়মূল্য ও নির্ধারিত হারে ক্ষতিপূরন প্রদান করে আদালতের মাধ্যমে ঐ জোতের বিক্রয়কৃত জমিটি পূনরায় ক্রয় করার অধিকার অর্জন করতে পারে। সহ-শরিক কর্তৃক অর্জিত এ ধরনের অধিকারকে অগ্রক্রয় বা Pre-emption বলে। কৃষি জমির অগ্রক্রয়ের অধিকার সম্পর্কে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন-১৯৫০ এর ৯৬ ধারায় বলা হয়েছে। এ আইনের ৯৬ (১) ধারা মতে,  ৮৯ ধারার অধীন সহ-শরিককে নোটিশ দেওয়া হলে, নোটিশ পাবার তারিখ হতে পরবর্তী ২ (দুই) মাসের মধ্যে এবং নোটিশ না পেলে হস্তান্তর সম্পর্কে জানার পরবর্তী ২ (দুই) মাসের মধ্যে দেওয়ানী আদালতে অগ্রক্রয়ের মামলা দায়ের করতে হয়। এ আইনের ৯৬ (১) (এ) ধারা মতে, কেবলমাত্র উত্তরাধিকার সুত্রে কোন হোল্ডিং এর সহ-শরিক (a co-sharer tenant in the holding by inheritance) অগ্রক্রয়ের আবেদন করতে পারবে। এ আইনের ৯৬ (১) (ডি) ধারা...

ফৌজদারি মামলা ?

কোন আদালতে ফৌজদারি মামলা পরিচালিত হয়? √সাধারন ভাষায় কোন ব্যক্তিকে যখন মারামারি, চুরি,ডাকাতি,খুন, যখম, প্রতারনা, দস্যুতা, রেইপ, অপহরণ, বে-আইনি সমাবেশ, ইভ-টিজিং , জালিয়াতি, মিথ্যা সাক্ষ্যদান প্রভুতি অপরাধে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্বে মামলা দায়ের করা হয় তাকে বলে ফৌজদারি মামলা ক্রিমিনাল কেস। পেনাল কোডে অপরাধ এবং এর শাস্তির পরিমাণ উল্লেখ আছে কিন্তু কিভাবে অপরাধিকে শাস্তি দেয়া হবে তার কথা উল্লেখ আছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ বা ফৌজদারি কার্যবিধিতে। ব্যাপক ভাবে ক্রিমিনাল আদালত তিনভাগে বিভক্ত: (ধারা-৬) ব্যক্তির অধিকার ও সম্পত্তির অধিকার ব্যতিত যেকোনো অপরাধ ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনৈতিক হাঙ্গামা, ব্যক্তির জীবন হরণ, অর্থসম্পদ লুটপাট ও যৌন হয়রানির অপরাধে ফৌজদারি মামলার ব্যবহার সবচেয়ে বেশি। এক কথায় চুরি, ডাকাতি, খুন, জখম, প্রতারণা, দস্যুতা, লুটপাট, বিস্ফোরণ, ধর্ষণ, অপহরণ, বেআইনি সমাবেশ, যৌন হয়রানি, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্য প্রদান প্রভৃতি অপরাধে যেসব মামলা দায়ের করা হয় তাকে ফৌজদারি মামলা বলা হয়। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে জেল জরিমানা...

2nd DUMCS-TIB Anti-Corruption Moot Competition held

The 2nd DUMCS-TIB Anti-Corruption Moot Court Competition was held from 28-30 November 2019 at the Faculty of Law, University of Dhaka. With 26 law schools participating, this was one of the biggest national moot court competitions. The University of Dhaka became the champion, while BRAC University became the runner-up. The event started on Thursday with the inauguration ceremony. The preliminary rounds and the quarterfinals took place on Friday, while the semifinals, the grand finale and the closing ceremony took place on Saturday. The grand finale was adjudged by Justice Md. Abdul Matin, Justice Shamim Hasnain and Justice Mamnoon Rahman. The final was followed by a Closing Ceremony. Justice Md. Abdul Matin and Justice Shamim Hasnain shared their thoughts about the finals. Professor Dr. Md. Rahmat Ullah, Dean of the Faculty of Law, University of Dhaka, Professor Dr. Mohammad Nazmuzzaman Bhuian, Moderator of the Dhaka University Moot Court Society (DUMCS), Dr. Iftekharuzzama...