১। রেজিষ্ট্রিকৃত দলিল থাকতে হবে অথবা আদালত ঘোষিত স্বত্ব থাকতে হবে অথবা প্রজাই খতিয়ান থেকে ধারাবাহিক পর্চা সমূহে (সি,এস,এস,এ,আর,এস) বংশানুক্রমিক নাম থাকবে ।
২। নাম খারিজ করা থাকতে হবে ।
৩। হালসন পর্যন্ত খাজনা পরিশোধ থাকতে হবে ।
৪। দলিলে উল্লেখিত জমি বাস্তবে থাকতে হবে ।
৫। দলিলে উল্লেখিত জমি দখলে থাকতে হবে ।
কখনো কখনো জাল বা নকল দলিল দেখিয়ে জমি বিক্রয় করা হয়। সে ক্ষেত্রে রেজিষ্ট্রি অফিসে বর্তমান জমির মালিক কার কাছ থেকে জমিটা পেয়েছেন বা ক্রয় করেছেন সে বিষয়ে খোজঁ খবর নেওয়া অত্যন্ত জরুরী।
বি.দ্রঃ নিজে জানুন এবং শেয়ার করে
অন্যদেরও জানতে সহযোগিতা করুন।
২। নাম খারিজ করা থাকতে হবে ।
৩। হালসন পর্যন্ত খাজনা পরিশোধ থাকতে হবে ।
৪। দলিলে উল্লেখিত জমি বাস্তবে থাকতে হবে ।
৫। দলিলে উল্লেখিত জমি দখলে থাকতে হবে ।
কখনো কখনো জাল বা নকল দলিল দেখিয়ে জমি বিক্রয় করা হয়। সে ক্ষেত্রে রেজিষ্ট্রি অফিসে বর্তমান জমির মালিক কার কাছ থেকে জমিটা পেয়েছেন বা ক্রয় করেছেন সে বিষয়ে খোজঁ খবর নেওয়া অত্যন্ত জরুরী।
বি.দ্রঃ নিজে জানুন এবং শেয়ার করে
অন্যদেরও জানতে সহযোগিতা করুন।
Comments
Post a Comment